শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা
- By Jamini Roy --
- 14 December, 2024
জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মহান শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁরা শ্রদ্ধা জানান।
সকাল ৭টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা রাষ্ট্রপতিকে রাষ্ট্রীয় সালাম দেন।
রাষ্ট্রপতির পর সোয়া ৭টায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি রাষ্ট্রপতির মতোই শহীদদের স্মরণে নীরবে দাঁড়িয়ে থেকে তাঁদের আত্মত্যাগের প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন।
শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। তাঁদের সঙ্গে মুক্তিযুদ্ধের স্মৃতি ও শহীদদের আত্মত্যাগ নিয়ে সংক্ষিপ্ত কথোপকথনও করেন।
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের পক্ষ থেকেও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দিনভর স্মৃতিসৌধ প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের ভিড় লক্ষ্য করা যায়।
রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার এই শ্রদ্ধা নিবেদন জাতির প্রতি শহীদ বুদ্ধিজীবীদের ত্যাগের গুরুত্বকে আরও একবার মনে করিয়ে দেয়। তাঁদের আত্মত্যাগের স্মৃতি আমাদের সকলকে অনুপ্রাণিত করে একটি স্বাধীন, সমৃদ্ধ এবং মানবিক বাংলাদেশ গড়তে।